সম্মানিত অভিভাবক, শিক্ষক- শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বিশ্বমহামারী করোনা পরবর্তী এই সময়ে শিক্ষার্থীদের অধ্যায়নে গতিশীলতা আনয়নের লক্ষ্যে পড়াশোনার মান উন্নয়ন ও মেধা যাচাইয়ের জন্য আমার বাংলা (এবি) সেবা কর্তৃক পরিচালিত কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলায় সর্ববৃহৎ মেধাবৃত্তি “জয় বাংলা শিক্ষাবৃত্তি’২২” পরিক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।“আমার বাংলা (এবি) সেবা” ছাত্র/ছাত্রীদের পড়ালেখায় উৎসাহিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে।
আবেদনের যোগ্যতf :
২য়-১০ম শ্রেণীতে অধ্যায়নরত সকল শিক্ষার্থী “জয় বাংলা শিক্ষাবৃত্তি” পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
রেজিষ্ট্রেশন ফিঃ
১৫০/- ২য়-৫ম শ্রেণী (মেম্বারশীপ কার্ড ছাড়া)
৩০০/- ২য়-১০ম শ্রেণী (মেম্বারশীপ কার্ড সহ)
রেজিষ্ট্রেশন করলেই ফ্রিতে পাচ্ছেন ডেন্টাল চেক আপ, স্কেলিং তথা দাঁত ওয়াশ, দাঁতের টেম্পোরারি ফাইল্লিং সম্পূর্ণ ফ্রি ও দাতের অন্যান্য চিকিৎসায় ৫০% ডিসকাউন্ট। তাছাড়া সারা বছরের জন্য স্বাস্থ্যসেবাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর ১০-৫০% পর্যন্ত ৫৯৯/-ক্যাশব্যাক মেম্বারশীপ কার্ড। বিস্তারিত তথ্যের জন্য বিজিট করুন www.abshaba.com এস.এম.এস পাওয়ার জন্য ডায়াল করুনঃ *২১৩*৬২৮৬# শুধু মাত্র রবি-এয়ারটেল (২.০০ চার্জ প্রযোজ্য)।
যেভাবে আবেদন করবেনঃ অনলাইন/অফলাইন দুই ভাবে আবেদন করা যাবে।অফলাইনে আবেদন করতে ইউনিয়ন প্রতিনিধির সাথে যোগাযোগ করে আবেদন ফরম সংগ্রহ করুন। অনলাইনে আবদেন করতে লগইন করুন abshaba.com/application-from/
আবেদনের সময়সীমা ০১-০৩-২০২২ থেকে ৩০-০৭-২০২২ইং পর্যন্ত।
পরিক্ষার তারিখঃ ২৩-০৯-২০২২ইং (শুক্রবার) সকাল ১০টা।
পরীক্ষার কেন্দ্র : পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়। পুরস্কার বিতরণের তারিখ ও স্থান ঃ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ১০০ জন শিক্ষার্থীর স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান/এসএমএস/ এবি সেবা ওয়েবসাইট/ স্থানিয় পত্রিকা : দৈনিক আমাদের কক্সবাজার’ এর মাধ্যমে প্রকাশ করা হবে। চুড়ান্ত ফলাফল প্রকাশ ঃ ৩০-০৯-২০২২ইং তারিখ শুধুমাত্র উত্তীর্ণ শিক্ষার্থীদের রেজাল্ট এসএমএস/ এবি সেবা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ১০০ জন শিক্ষার্থীর জন্য থাকছেঃ
১ম পুরস্কার ৫,০০০/-, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট।
২য় পুরস্কার ৪০০০/-, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট।
৩য় পুরস্কার ৩০০০/-, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট।
৪র্থ পুরষ্কার ২০০০/-, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট।
৫ম পুরস্কার ১০০০/-, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট।
৬ষ্ঠ থেকে ২০তম পর্যন্ত ৫০০/-, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট।
২১ থেকে ১০০তম পর্যন্ত ১৫০/-, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।
১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীর প্রধান শিক্ষকের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।
বিঃদ্রঃ অনিবার্য কারণবশত আবেদনের সময়সীমা, পরীক্ষার তারিখ ও কেন্দ্র পরিবর্তনযোগ্য। বিশেষ প্রয়োজনে : ০১৭১৪-০৬৪৯৭১, ০১৮১৩-৪৩১২৮০।
জয় বাংলা শিক্ষাবৃত্তি’২২ বাস্তবায়ন কমিটির সভাপতি : ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ্, অধ্যক্ষ, মেরন সান স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম।
আলী প্লাজা, চকবাজার, চট্টগ্রাম।01813-431280